Site icon Jamuna Television

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এশিয়ার দেশগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এশিয়ার দেশগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে কোনো সংকট আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

২৭তম আন্তর্জাতিক ‘নিক্কেই কনফারেন্স অন ফিউচার অফ এশিয়া থিম’এ দেয়া এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত সে দেশের ১১ লাখ নাগরিককে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইন স্টেটে মর্যাদা ও প্রয়োজনীয় নিরাপত্তার সাথে ফেরত পাঠাতে সবার সহযোগিতা চাই।

এশিয়ার দেশগুলোর মধ্যে যে কোনো সংকট আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মানুষের সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আমাদের জ্ঞান ও প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলার কাজে বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সব সময় কাজ করবে বাংলাদেশ।

আরও পড়ুন: নদী সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী, রাজনৈতিক বোঝাপড়া চায় বাংলাদেশ-ভারত

/এম ই

Exit mobile version