Site icon Jamuna Television

কলেজে ভর্তি কার্যক্রম শুরু, আবেদন করা যাবে ২৪ মে পর্যন্ত

আজ থেকে শুরু হল একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম। মোবাইল এসএমএস ও অনলাইনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২৪ মে পর্যন্ত।

দুপুরে বকশীবাজার ঢাকা শিক্ষাবোর্ডের মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত সচিব মোল্লা জালাল। এসময় উপস্থিত ছিলেন আন্ত:শিক্ষাবোর্ড ভর্তি সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক।

তিনি বলেন, মাদ্রাসা ও কলেজ মিলিয়ে ২৮ লাখ আসন আছে আর এর বিপরীতে এবার ১৫ লাখ শিক্ষার্থী এসএসসি পাশ করেছে বলে জানান তিনি। প্রথম পর্যায়ের ভর্তির ফল প্রকাশ করা হবে ১০ জুন। প্রথম দিনে খুব বেশি আবেদন পড়েনি। রবিবার থেকে পুরো দমে চলবে ভর্তি কার্যক্রম।

Exit mobile version