Site icon Jamuna Television

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎপৃষ্টে মাজেদুর রহমান মাজেদ নামে একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার জিগরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৫২ বছর বয়সী নিহত মাজেদ একই উপজেলার আস্তিপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, জিগরী এলাকার মোশাররফ হোসেনের গাছে দিন হাজিরায় আম পাড়তে আসেন মাজেদ। আম নামানোর জন্য পাশের একটি ওয়ার্কশপের টিনের চালায় উঠেন তিনি। এ সময় টিনের চালার সাথে বৈদ্যুতিক তার যুক্ত থাকায় বিদ্যুৎতায়িত হয়ে নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মাজেদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এটিএম/

Exit mobile version