Site icon Jamuna Television

রাশিয়ার সাথে খেলা বন্ধ করে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি রাশিয়ার সাথে খেলা বন্ধ করে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমা মিত্রদের প্রতি। তিনি বলেন, যুদ্ধ বন্ধে পশ্চিমাদের উচিত রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা।

বৃহস্পতিবার (২৬ মে) গভীর রাতের এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেন সর্বদা একটি স্বাধীন রাষ্ট্র থাকবে এবং একে ভাঙতে দেয়া হবে না। কিন্তু প্রশ্ন হল আমাদের জনগণকে তাদের স্বাধীনতার জন্য কী মূল্য দিতে হবে এবং রাশিয়া আমাদের বিরুদ্ধে এই অর্থহীন যুদ্ধের জন্য কী মূল্য দেবে।

এসময় ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ করে জেলেনস্কি বলেন, ইউরোপীয় ইউনিয়ন কেনো রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে কাজ করছে না এবং কেনো অন্যান্য দেশগুলোর মতপার্থক্যকে প্রশ্রয় দিচ্ছে তা নিয়েও প্রশ্ন করেন তিনি।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তিন মাস পর রাজধানী কিয়েভে রাশিয়া তার আক্রমণ কমিয়ে পূর্ব ডনবাস অঞ্চল নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এটিএম/

Exit mobile version