Site icon Jamuna Television

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

বাংলাদেশে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে তাই বিদেশি বিনিয়োগকারিদের আমন্ত্রণ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী এ বি তাজুল ইসলাম। জানান, ক্রমেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

আজ শুক্রবার (২৭ মে) সকাল রাজধানীর একটি হোটেলে ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক এক আর্ন্তজাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বদ্বীপ মহাপরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসায় সকল অংশীদারদে ধন্যবাদও জানান মন্ত্রী।

আরও পড়ুন: নদী সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী, রাজনৈতিক বোঝাপড়া চায় বাংলাদেশ-ভারত

জেডআই/

Exit mobile version