Site icon Jamuna Television

বিমানের জানালায় পানের পিক! ছবি প্রকাশ্যে আসতেই শাস্তি দাবি

বাস, ট্রেন স্টেশন কিংবা রাস্তাঘাটে যেখানে সেখানে পান বা গুটখার পিক চোখে পড়ে। অনেকেই গুটখা বা পান মুখে পুরে ট্রেনে বা বাসে ওঠেন। জানালার পাশে বসে পিক ফেলতে থাকেন। তেমন সুযোগ না হলে, বাস বা ট্রেনের ভিতরেই সে কাজ নির্দ্বিধায় সেরে ফেলেন অনেকে। কিন্তু বিমানে গুটখা বা পানের পিক ফেলতে দেখেছেন কখনও?

তেমনই একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করেছেন ভারতের আইএএস কর্মকর্তা অবনীশ শরণ। বিমানের জানালার পাশে বসা কোনো যাত্রীই এ কাজ করেছেন। ছবিতে তা স্পষ্ট। অবনীশ ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এই ধরনের কাজ করে নিজের পরিচয় দিয়েছেন ওই যাত্রী।

ছবিটি প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা ক্ষোভ উগরে দিচ্ছেন। যে যাত্রী ওই জানালার পাশের আসনে বসেছিলেন, তাকে খুঁজে বের করে যথোপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তারা। কেউ কেউ আবার বলেছেন, এই ধরনের যাত্রীদের বিমানে নিষিদ্ধ করা হোক।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
ইউএইচ/

Exit mobile version