Site icon Jamuna Television

রংপুরে কিশোরী ও গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুরের হারাগাছ ও গঙ্গাচড়ায় কিশোরী এবং এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন অটোভ্যান চালক, অন্যজন ব্যবসায়ী।

শুক্রবার (২৭ মে) আরপিএমপিও থানা পুলিশ পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ধর্ষণের শিকার দু’জনকে পুলিশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি রেজাউল ইসলাম জানান, হারাগাছের ধুমের কুঠি এলাকার আকরাম মিয়ার ১৪ বছর বয়সী কন্যাকে প্রেমের সম্পর্কের সূত্রে বিভিন্ন এলাকায় নিয়ে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত চেংটারী এলাকার হেলাল উদ্দিনকে (২৮) গ্রেফতার করা হয়েছে। কিশোরীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস(ওসিসি) তে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল মিয়া জানান, বড়বিল ইউনিয়নের মন্থনা এলাকার ফজলুল হকের স্ত্রী সাজেদা বেগমকে (৩৫) ধর্ষণের অভিযোগে একই এলাকার ব্যবসায়ী লুৎফর রহমানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version