Site icon Jamuna Television

শেরপুরে হঠাৎ বেড়েছে আটা ও ময়দার দাম, বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কা

শেরপুরে হঠাৎ করেই বেড়েছে আটা ও ময়দার দাম। এতে দুশ্চিন্তায় পড়েছেন ভোক্তারা। আশঙ্কা করছেন কৃত্রিম সংকটের। ব্যবসায়ীদের দাবি, দাম বাড়লেও এখনও পর্যাপ্ত মজুদ রয়েছে। এমন অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার তদারকি জোরদার করলেও ভোক্তা পর্যায়ে তেমন সুফল মিলছে না।

আটা ময়দার বাজারে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিরূপ প্রভাব পড়েছে। গমের বিশ্ববাজার অস্থির হয়ে পড়ায় প্রতিবেশি ভারতও গম রফতানি বন্ধ করে দেয়। এরপর লাগামহীন হয়ে পড়ে আটা-ময়দার মোকাম। দুই সপ্তাহের ব্যবধানে শেরপুরে কেজিতে আটা-ময়দার দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বড় বড় আড়তে দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে খুচরা দোকানে। এতে ক্ষুব্ধ ক্রেতারা।

আটা-ময়দার স্থানীয় বাজার তদারকিতে নেমেছে শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির সহকারী পরিচালক রুবেল আহমেদ জানালেন, প্যাকেটে নির্ধারিত মূল্যের চেয়ে কেউ বেশি দরে বিক্রি করলে নেওয়া হচ্ছে ব্যবস্থা।

আর বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ক্রেতারা।

/এডব্লিউ

Exit mobile version