Site icon Jamuna Television

কাতালুনিয়ার স্বাধীনতাপন্থিরা নেতা নির্বাচনে আবারও ব্যর্থ

কাতালুনিয়ার স্বাধীনতাপন্থি দলগুলো নতুন আঞ্চলিক নেতা নির্বাচনে আবারও ব্যর্থ হলো। শনিবার স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে হয় এই ভোটাভুটি।

গেলো বছরের ডিসেম্বরে কাতালুনিয়ার আঞ্চলিক নির্বাচনে জয় পায় স্বাধীনতা পন্থিরা । তবে প্রেসিডেন্ট কার্লেস পিজমন্টের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি ও তিনি ফেরারী হওয়ায় স্পেন সরকার নতুন নেতা নির্বাচনে চাপ দেয় স্থানীয় আইনপ্রণেতাদের । তারই ধারাবাহিকতায় শনিবার পার্লামেন্টে বসেন তারা। তবে চতুর্থবারের মতো ব্যর্থতায় রূপ নেয় সে উদ্যোগ । পিজমন্টের ঘনিষ্ঠ সহযোগী কুইম তোরা ভোট পান ৬৬টি যা আঞ্চলিক নেতা হিসেবে স্বীকৃতি পেতে প্রয়োজনীয় সংখ্যক ভোটের চেয়ে ২টি কম । ২২ মে’র মধ্যে নতুন নেতা নির্বাচিত করতে না পারলে আবারও নির্বাচনের মুখোমুখি হতে হবে কাতালুনিয়াকে, এমনটাই জানিয়েছে মাদ্রিদ । সোমবার আবারও নেতা নির্বাচনে পার্লামেন্টে বসার কথা রয়েছে।

Exit mobile version