Site icon Jamuna Television

পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গের মৃত্যুতে উত্তপ্ত ব্রাজিল

পুলিশি নির্যাতনে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত ব্রাজিল। শুক্রবার (২৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও।

এতে দেখা যায়, সাও পাওলোতে এক ব্যক্তিকে গাড়ির মধ্যে আটকে রেখে গ্যাস ছেড়ে দেয়া হয়েছে। এতে ছটফট করতে করতে সেখানেই মারা যায় ব্যক্তিটি। এরপরই পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। সড়ক অবরোধ করে পুড়িয়ে দেয়া হয় বেশ কয়েকটি গাড়ি।

বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময় অভিযানের নামে স্থানীয়দের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে পুলিশ। এভাবে কোনো মানুষকে হত্যার অধিকার দেয় হয়নি প্রশাসনকে।

সম্প্রতি রিও ডি জেনেরিওতে পুলিশি অভিযানে অন্তত ২০ জনকে হত্যার অভিযোগ উঠেছে। এরই মধ্যে ঘটনার সঠিক কারন
জানতে তদন্ত শুরু করে দিয়েছে ফেডারেল পুলিশ।

এটিএম/

Exit mobile version