Site icon Jamuna Television

পারস্য উপসাগরে দুটি গ্রিক জাহাজ জব্দ

পারস্য উপসাগরে দুটি গ্রিক ট্যাংকার জব্দ করেছে ইরান। রয়টার্সের খবর বলছে, শুক্রবার (২৭ মে) রেভল্যুশনারি গার্ডের হেলিকপ্টার নিয়ে চালানো অভিযানে আটক করা হয় জাহাজ দুটি।

এক বিবৃতিতে জানানো হয়, সমুদ্র আইন লঙ্ঘন ও সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয় জাহাজগুলো। মেরিন ট্রাফিক ডট কমের তথ্য অনুযায়ী ইরাকের বসরা থেকে ফিরছিল জাহাজ দুটি। নৌযান ও নাগরিকদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে গ্রিস। এ বিষয়ে অ্যাথেন্সে ইরানি রাষ্ট্রদূতের সাথে যোগাযোগের কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত সপ্তাহেই ভূমধ্যসাগরে গ্রিসের সহায়তায় ইরানের পতাকাবাহী দুটি ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। যার জবাবেই তেহরানের এমন পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইরানের সাথে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তি পুনরুদ্ধার ঘিরে বেশ কিছুদিন ধরেই তেহরানের সাথে পশ্চিমাদের উত্তেজনা তুঙ্গে।

/এডব্লিউ

Exit mobile version