Site icon Jamuna Television

কুসিক নির্বাচন: ঘোড়া নিয়ে মিছিল করায় স্বতন্ত্র প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

রক্তমাংসের ঘোড়া নিয়ে মিছিল করায় নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

কুমিল্লায় নির্বাচনী প্রচারণা শুরু হতে না হতেই আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে প্রার্থীদের বিরুদ্ধে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৮ মে) সকালে রক্তমাংসের ঘোড়া নিয়ে মিছিল করেন নিজাম উদ্দিনের প্রার্থীরা। যদিও এর আগে তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ঘোড়া মার্কার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ আনেন তিনি। একই অভিযোগ করেন সাবেক বিএনপি নেতা মনিরুল হক। নগরের চকবাজার এলাকায় প্রচারণা শেষে তিনি বলেন, মাইক ভেঙে ফেলেছে দুবৃত্তরা। তবে আওয়ামী লীগ প্রার্থীর সরব প্রচারণা শুরু হয়নি এখনো।

তবে সকালে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত গণমাধ্যমকে জানান, এবার সিটি নির্বাচনের ফলাফলে নৌকার জয়লাভ করবে বলে বিশ্বাস করেন তিনি। আওয়ামী লীগ প্রার্থী বলেন, কুমিল্লা নৌকার শহর। কুমিল্লায় জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী আমি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, রাতে আমরা যে পোস্টার লাগিয়েছি, সকালে শুনি অন্তত ২-৩ হাজার পোস্টার ছিঁড়ে নৌকার পোস্টার লাগানো হয়েছে।

এদিকে, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন মেনে নেবে না কমিশন, এমনটিই জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

/এম ই

Exit mobile version