Site icon Jamuna Television

মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিদের সব ধরনের পোষা প্রাণী থেকে দূরে থাকার পরামর্শ

ছবি: সংগৃহীত

মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে সব ধরণের পোষা প্রাণী থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ। বলা হয়েছে, আক্রান্তের অন্তত ২১ দিন পর্যন্ত কোনো প্রাণীর সংস্পর্শে যাওয়া যাবে না মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিদের। খবর গার্ডিয়ানের।

শুক্রবার (২৭ মে) দ্য গার্ডিয়ানে প্রকাশিত ওই প্রতিবেদনে বিশেষ করে বলা হয়েছে, ইঁদুর, বিড়াল, খরগোশ ও কুকুরের মতো প্রাণীর কথা। এতে ওই প্রাণীর মাধ্যমে রোগটির বিস্তার ঘটার সম্ভবনা রয়েছে।

তথ্য বলছে, ব্রিটেনের অন্তত ২০ লাখ বাসিন্দার রয়েছে কোনো না কোনো পোষা প্রাণী। তবে এখন পর্যন্ত কোনো প্রাণীর মাধ্যমে মাঙ্কিপক্স ছড়ানোর কোনো প্রমাণ মেলেনি। ব্রিটেনে এখন পর্যন্ত ১০৬ জনের শরীরে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স।

তবে বিশ্বে মোট ২০ দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই শতাধিক। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা আড়াই’শ এর বেশি। মাঙ্কিপক্সে এখন পর্যন্ত আফ্রিকার বাইরে নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখনই ব্যবস্থা নিলে রোগটির বিস্তার ঠেকানো সম্ভব।

/এসএইচ

Exit mobile version