Site icon Jamuna Television

উপনির্বাচ‌নে সরকারি গাড়ি ব্যবহার!

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধিঃ

পটুয়াখালীর গলা‌চিপা উপ‌জেলার চিক‌নিকা‌ন্দি ইউ‌নিয়‌নের উপ নির্বাচ‌নে আওয়ামী লীগের প্রার্থীর প‌ক্ষে সরকারি গাড়ি ব্যবহার ক‌রে প্রচার প্রচারণার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। র‌বিবার বিকাল থে‌কে রাত সা‌ড়ে ৭টা পর্যন্ত ইউ‌নিয়‌নের কালারাজা বাজা‌রে নৌকা প্রতীকের প্রার্থী সরকারি গাড়িতে প্রচারণা চালিয়েছেন বলে জানা গেছে।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, আগামী ১৫মে ওই ইউ‌নিয়‌নের উপ‌নির্বাচন উপল‌ক্ষে গলা‌চিপা পৌরসভার মেয়র আহসানুল হক তু‌হিন খ‌লিফা তার ব্যবহৃত দু‌টি সরকারি গাড়ি (ঢাকা মে‌ট্রো ঠ-১৩-৪১০১ এবং পটুয়াখালী ঠ-১১-০০২৩) নি‌য়ে‌ সেখা‌নে গণসং‌যোগ ক‌রেন। কালারাজা বাজা‌রে ওয়ার্ড আ‌ওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে গি‌য়ে মি‌টিং ক‌রেন। সেখা‌নে নৌকা মার্কার প্রার্থী‌কে বিজয়ী করার জন্য সক‌লের কা‌ছে ভোট প্রার্থনা ক‌রেন।

প‌রে সাংবা‌দিক‌দের উপ‌স্থি‌তি টের পে‌য়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ ক‌রেন তিনি। বাজা‌রেে সাধারণ ভোটা‌রদের অনেকেই বলছেন, নির্বাচ‌নে প্রভাব বিস্তা‌রের চেষ্টা চলছে।

আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী সর্দার আবদুর রহমান নয়া মিয়া যমুনা‌ নিউজ‌কে জানান, নৌকা মার্কার প্রার্থীর প‌ক্ষে মেয়‌রের প্রকা‌শ্যে ভোট চে‌য়ে এবং সরকারি গাড়ি ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃ‌ষ্টি কর‌েছেন। সং‌শ্লিষ্ট‌দের লি‌খিত অভিযোগ দেয়া হলেও তারা নিশ্চুপ।

পটুয়াখালী জেলা নির্বাচন অ‌ফিসার মোঃ জিয়াউর রহমান খ‌লিফা জোনান, নির্বাচ‌নে সরকারি গাড়ি ব্যবহার করা সম্পূর্ণ নি‌ষিদ্ধ। এটি নির্বাচনী আচরণ বি‌ধি লঙ্ঘন। বিষয়‌টি কেউ আমা‌কে জানায়‌নি। তারপ‌রেও আ‌মি খোঁজ নি‌চ্ছি।

গলা‌চিপা উপ‌জেলা রিটা‌নিং অ‌ফিসার জাহাঙ্গীর আলম যমুনা‌ নিউজ‌ক্ জোনান, এমন অ‌ভি‌যোগ পে‌লে খতিয়ে দেখা হবে। সং‌শ্লিষ্ট সকল‌কে বলা আ‌ছে নির্বাচনী প্রচারণায় কেউ যেন সরকারি গাড়ি ব্যবহার না ক‌রে।

এ ব্যাপা‌রে গলা‌চিপা পৌর মেয়র তু‌হিন খ‌লিফা সরকারি গাড়ী ব্যবহা‌রের কথা স্বীকার ক‌রে যমুনা‌ নিউজ‌কে জানান, নিকট আত্মীয় মারা গে‌ছেন। সেখান থে‌কে ফেরার প‌থে ওই অ‌ফি‌সে ব‌সে একট‌ু চা খে‌য়ে‌ছি আর কিছু কথাবার্তা ব‌লি‌ছি। তাছাড়া আ‌মি প্রকা‌শ্যে জনসভা ক‌রে‌নি। এই আর‌কি।

যমুনা অনলাইন: জেআর/টিএফ

Exit mobile version