Site icon Jamuna Television

মেয়েকে ‘উত্ত্যক্ত’ করায় যুবককে লাঠি দিয়ে পিটিয়েছেন মা

মেহেরপুরে মেয়েকে উত্ত্যক্ত করায় এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে প্রতিবাদ জানিয়েছেন এক মা। তার দাবি, বারবার নিষেধের পরও কথা শুনছিলো না ওই যুবক। তাই নিরুপায় হয়ে পিটিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ মে) ঘটনাটি ঘটেছে মেহেরপুর শহরে। তবে, লাঠিপেটার ভিডিও ছড়িয়ে পড়ে শনিবার। তাতে দেখা যায়, শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে সোহেল নামে ওই যুবককে পেটাচ্ছেন এক নারী।

যমুনা টিভির কাছে ভুক্তভোগীর মা দাবি করেন, দীর্ঘদিন ধরেই তার মেয়েকে উত্ত্যক্ত করছিলো হোটেল বাজার এলাকার ছেলেটি। বারবার, নিষেধের পরও কথা শুনছিলো না সে। তাই, আর কোনো উপায় ছিল না।

মারধরের শিকার যুবক স্থানীয় একটি ক্যাবল অপারেটরের নিজস্ব চ্যানেলে মডেলিং-এ জড়িত। তার দাবি-মেয়েটিও সেখানে মডেলিং করতো। ওই মেয়ে তার সাথে আর্থিক প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: নরসিংদীতে ভুল চিকিৎসায় মা ও নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ, অ্যাম্বুলেন্স থেকে পালালেন ডাক্তার

জেডআই/

Exit mobile version