Site icon Jamuna Television

আবারও বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

আবারও বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়েছে শ্রীলঙ্কা। গতকাল রাজধানী কলম্বোয় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।

শনিবার (২৮ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে মিছিল করে হাজারও নাগরিক। সন্ধ্যায় প্রেসিডেন্টের বাসভবনের সামনের সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। বিবিসির খবর বলছে, এসময় তারা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতেও শ্লোগান দেন।

একপর্যায়ে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে জনতা। আটকাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছড়িয়ে পড়ে সংঘাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ মন্ত্রীরা পদত্যাগ করলেও থামেনি ক্ষোভ। রাজাপাকসে পরিবারের প্রভাবমুক্ত সরকার চায় জনগণ।

/এডব্লিউ

Exit mobile version