Site icon Jamuna Television

উত্তরপ্রদেশে নতুন নিয়ম, ইচ্ছের বিরুদ্ধে সন্ধ্যার পর কর্মক্ষেত্রে রাখা যাবে না নারীদের

ভারতে জারি করা হলো নতুন নিয়ম। রাজি না থাকলে কোনো নারীকে সন্ধ্যা ৭টার পর কর্মক্ষেত্রে রাখা যাবে না। সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমন নিয়ম জারি করেন তার রাজ্যে। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার (২৮ মে) উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। উত্তরপ্রদেশ সরকারের শ্রম এবং কর্মসংস্থান দফতর থেকে জানানো হয়, কোনো নারী লিখিত অনুমতি না দিলে তাকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কর্মক্ষেত্রে থাকার জন্য বাধ্য করা যাবে না। এমনকি বাড়ি থেকেও কাজ করানো যাবে না।

দফতরের যুগ্ম সচিব সুরেশ চন্দ্র জানান, নারীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের দিয়ে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনো কাজ করানো যাবে না বা তাদের কর্মক্ষেত্রে আসতে বাধ্য করা যাবে না। নারীরা যদি রাতের বেলা এসে কাজ করতে চান তবে তাদের যাতায়াতের খরচ নিয়োগকারী প্রতিষ্ঠানকে বহন করতে হবে।

এ ছাড়াও যোগী সরকারের নির্দেশ, কর্মস্থলে যদি ৪ জনের বেশি নারী থাকেন তবেই তাদের রাতে অফিসে ডাকা যাবে।

এটিএম/

Exit mobile version