Site icon Jamuna Television

কানে পাম ডি’অর জিতলো সুইডিশ ছবি ট্রায়াঙ্গেল অব স্যাডনেস

কান চলচ্চিত্র উৎসবে বাজিমাত করলো সুইডেনের ছবি ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। রুবেন অস্টলান্ডের ছবিটি ঝুলিতে ভরলো পাম ডি’অর বা সোনালি পাম।

সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরীয় পার্ক চান উক। ‘ব্রোকার’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার দখলে নিয়েছেন আরেক কোরীয় সং কাং হো। ইরানের ছবি হলি স্পাইডারে অভিনয় করে সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন জার আমির ইব্রাহিমি। যৌথভাবে ‘গ্র্যা প্রি’ পেয়েছে ‘ক্লোজ’ ও ‘স্টারস অ্যাট নুন’। সেরা চিত্রনাট্য শাখায় পুরস্কার জিতেছে ‘বয় ফ্রম হোম’ ছবিটি।

গত ১৭ মে শুরু হয় কান চলচ্চিত্র উৎসবের এবারের আসর। শনিবার (২৮ মে) বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামলো জাকজমকপূর্ণ আয়োজনের।

/এডব্লিউ

Exit mobile version