Site icon Jamuna Television

বিবাহিত পুরুষ আর প্রেমিকদের জরুরি টিপস দিলেন বরুণ ধাওয়ান

সম্পর্কে কেন সমস্যা হয়, কেন বিয়ে ভাঙে? দোষ পুরুষের থাকে নাকি নারীর, এমন হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খায় আমাদের। এ সকল সমস্যারই যেন সমাধান দিলেন নায়ক বরুণ ধাওয়ান। সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রেমিক ও বিবাহিত পুরুষদের দিলেন কিছু জরুরি টিপস। খবর আনন্দবাজার পত্রিকার।

ইদানীং বহু সম্পর্কের যাবতীয় সমস্যার মূলে থাকে ইগো। দোষ কার এ নিয়ে চলে তুমুল লড়াই। কিন্তু তার চেয়েও বড় হয়ে দাঁড়ায় কে ক্ষমা চাইবে। এমনি কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন বরুণ।

বরুণ সাক্ষাৎকারে বলেন, ক্ষমা চাইলে কেউ ছোট-বড় হয়ে যায় না। সরি একটা ছোট্ট শব্দ। বলতে সমস্যা কোথায়?

স্ত্রী নাতাশা দালালের সঙ্গে নিজের সম্পর্কের উদাহরণ টেনে বরুণ বলেন, নিজদের মধ্যে ঝামেলা বাঁধলে সবার আগে সরি তিনি বলেন। একটু মজার ছলে বরুণ বলেন, এমন কোন বিয়ে আছে যেখানে বৌয়ের রাগ ভাঙাতে হয় না। দোষটা যদি স্বামীর হয়ে থাকে তাহলে সরি বলে ফেলাই ভালো।

বরুণের নতুন সিনেমা যুগযুগ জিয়ো’র কাহিনী মূলত বিয়ে-সম্পর্কের ওপর নির্মিত। আর তাই তিনি সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের উদাহরণ টেনে দর্শকদের নানাদিক বুঝিয়ে দেন।

এটিএম/

Exit mobile version