Site icon Jamuna Television

ন্যাটোতে যোগ দেয়া নিয়ে উত্তেজনার মধ্যেই ফিনল্যান্ডের সামরিক প্রশিক্ষণ জোরদার

ন্যাটোতে যোগ দেয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক প্রশিক্ষণ জোরদার করেছে ফিনল্যান্ড। রয়টার্সের প্রতিবেদন বলছে, শনিবার (২৮ মে) দেশটির রিজার্ভ সেনাবাহিনী প্রশিক্ষণে অংশ নিয়ে শক্তিমত্তা প্রদর্শন করে।

এদিন নিখুঁতভাবে লক্ষ্যভেদসহ স্থলভাগে নানা রণকৌশল ঝালাই করে নেন সেনারা। ইউক্রেন-রাশিয়া সংঘাত ও ন্যাটোতে যোগদান নিয়ে উত্তেজনা বাড়ার জেরে এ মহড়া কর্মসূচি, এমনটাই বলছে হেলসিঙ্কি।

এদিকে ন্যাটোতে যোগ দেয়া নিয়ে তুরস্কের অসন্তোষ দূর করতে আলোচনা করেছেন ফিনিশ ও তুর্কি কূটনীতিকরা। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথেও চলছে বৈঠক। আগামী মাসে মাদ্রিদে জোটের বার্ষিক সম্মেলনের আগে সব বিষয় চূড়ান্ত করার লক্ষ্য তাদের।

চলতি মাসে জোট নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড ও সুইডেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার আবেদন জানায়। ইউক্রেন অভিযানের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এ পদক্ষেপ বলে দাবি তাদের।

/এডব্লিউ

Exit mobile version