Site icon Jamuna Television

সরকার বিএনপিকে ভয় পায়, তাই আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগ দিয়ে হামলা করছে

সরকার বিএনপিকে ভয় পায়, তাই প্রতিবাদ সমাবেশ ও আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগ দিয়ে হামলা করছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ।

রোববার (২৯ মে) সকালে নয়া পল্টনে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। এসময় রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে গুনাহ হবে। এমন ধারণা আওয়ামী লীগ নেতাদের। উন্নয়নের নামে চুরি করছে সরকার। চুরির কথা বলতে গেলে সরকারি লোকজন কণ্ঠ চেপে ধরছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দিবে আর তা কখনও মেনে নেয়া হবে না। প্রতিবাদ শুরু হয়েছে। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version