Site icon Jamuna Television

গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুর ছুরিকাঘাতে সিহানুর রহমান শেখ (১৮) নামের
এক কলেজছাত্র নিহত হয়েছে। সে কাশিয়ানী এম এ খালেক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

রোববার (২৯ মে) দুপুরে উপজেলার মাজড়া এম.ইউ ফাযিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিহানুর উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের ছেলে।

নিহত শিহানুরকে উদ্ধারকারি বন্ধু তাজুল ইসলাম জানান, তার বন্ধু শিহানুরকে কে বা কারা মারধর করবে বলে হুমকি দিয়েছিল। হুমকি প্রদানকারী শিহানুরকে ঘটনাস্থলে যেতে বলেছিল। কিন্তু তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র নাজিম (১৭) শিহানুরের বুকে এবং ডান হাতে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। পরে তাজুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. খাদিজা শাহিন বলেন, নিহতের বুকে ও ডান হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রেমঘটিত কোনো কারণে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এটিএম/

Exit mobile version