Site icon Jamuna Television

আবারও উত্তাল আল-আকসা, আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

আবারও উত্তাল ‘আল-আকসা’ মসজিদ প্রাঙ্গন। রোববার (২৯ মে) ইহুদিদের উসকানিমূলক আচরণকে কেন্দ্র করে বাঁধে সংঘাত। খবর আলজাজিরার।

১৯৬৭ সালে জেরুজালেম অবৈধভাবে দখল করার দিবস উদযাপন করছে ইসরায়েলিরা। তার তীব্র প্রতিবাদে ফিলিস্তিনিরাও নেমেছেন রাস্তায়।

জানা গেছে, রোববার সকালে আল-আকসা প্রাঙ্গনে হাজির হয় উভয়পক্ষ। এসময়, ইহুদিরা হাততালি আর কটুক্তির মাধ্যমে উসকানি দেয় ফিলিস্তিনিদের। এবং ইসরায়েলের পতাকা হাতে ঢোকে মসজিদ প্রাঙ্গনে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এ সময় তাদের লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ছিলো ফিলিস্তিনিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণেই এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয়; যাতে আহত হন অর্ধ-শতাধিক মানুষ।

প্রসঙ্গত, রমজান মাস থেকেই, ধর্মীয় স্থাপনাটি ঘিরে উত্তপ্ত জেরুজালেম। এখন পর্যন্ত, আটকের শিকার হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

/এসএইচ

Exit mobile version