Site icon Jamuna Television

সোমবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

গ্যাস লাইনে জরুরি কাজের জন্য সোমবার (৩০ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৯টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লেখিত সময়ে রাজধানীর মোহাম্মদিয়া হাউজিং, চান মিয়া হাউজিং এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

/এমএন

Exit mobile version