Site icon Jamuna Television

‘ফ্ল্যাগ মার্চ’র অজুহাতে ফিলিস্তিনিদের ওপর ইহুদি হামলা চলছেই

ছবি: সংগৃহীত।

দখলকৃত পশ্চিম তীরে তাণ্ডব চালাচ্ছে কট্টর ইহুদিরা। সোমবার (৩০ মে) পর্যন্ত আহত কমপক্ষে দেড়শো মানুষ। খবর রয়টার্সের।

রোববার (২৯ মে) তথাকথিত ‘ফ্ল্যাগ মার্চ’এর অজুহাতে বুনো উল্লাসে মেতে ওঠে জায়নবাদীরা। হাজার-হাজার কট্টরপন্থি ইহুদি প্রবেশ করে পবিত্র আল-আকসা প্রাঙ্গনে। এর প্রতিবাদ জানাতে গেলে, ফিলিস্তিনিদের ওপর চড়াও হয় ইসরায়েলি সেনাবাহিনী। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

এ ঘটনায় আহত হন অর্ধ শতাধিক ফিলিস্তিনি। এদিকে, শেখ জাররাহ এবং নাবলুসের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে দখলদাররা। সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়, ছোড়া হয় ককটেল। যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। ফিলিস্তিনিরা এর প্রতিবাদ জানালে উল্টো টিয়ার গ্যাস-রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়ে তাদের প্রতিহত করা হয়।

এসজেড/

Exit mobile version