Site icon Jamuna Television

লরি থেকে পড়ছে ভোজ্যতেল, মহাসড়কে কাড়াকাড়ি

কুমিল্লায় একটি কন্টেইনারবাহী লরি থেকে ভোজ্য তেল পড়তে দেখে মহাসড়কে রীতিমত কাড়াকাড়ি লেগে যায় স্থানীয়দের মধ্যে। রাস্তা থেকে কে কার আগে কতোটুকু তেল নেবে বালতি, মগ, কলস নিয়ে চলে সেই প্রতিযোগিতা।

স্থানীয়রা জানান, রোববার (২৯ মে) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় চলমান একটি কন্টেইনারবাহী গাড়ি থেকে তেল পড়তে থাকে। আনুমানিক ছয় থেকে সাত কিলোমিটার চলতে থাকে এভাবে। পরে চান্দিনার কুরছাপ এলাকায় গিয়ে চালক বুঝতে পারেন গাড়ির ধাক্কায় পেছনের অংশ ফেটে তেল পড়ছে।

এসময় গাড়ি দাঁড় করালে স্থানীয়রা কন্টেইনারের পিছু নেন। হুড়োহুড়ি শুরু করেন তেল সংগ্রহে। তেল পড়ে মহাসড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে প্রাথমিক চিকিৎসা দেয় হয় তাদের।

/এডিব্লউ

Exit mobile version