Site icon Jamuna Television

ভগ্নীপতির অসম্মতিতে বিয়ে করায় শ্যালিকার শ্বশুরকে মারধর

ভগ্নীপতির অসম্মতিতে এক তরুণকে বিয়ে করে বাড়ি ছেড়েছেন শ্যালিকা। আর এতেই ক্ষিপ্ত হয়ে জিরাত নামের ওই ভগ্নীপতি মারধর করেছে তরুণীর ৭৫ বছরের বৃদ্ধ ও পক্ষাঘাতগ্রস্ত শ্বশুরকে। এসময় ওই বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তরুণী নিজেও। মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠেছে বরগুনায়। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

শনিবার (২৮ মে) দুপুরে নিজের ঘরে ছিলেন বরগুনার আমতলী উপজেলার কাঠালিয়া গ্রামের পক্ষাঘাতগ্রস্ত ৭৫ বছরের বৃদ্ধ হামেদ আকন। এসময় তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করেন উপজেলার কুলাইর চর গ্রামের জিরাত আহমেদ ও তার ছেলে।

ভুক্তভোগীদের অভিযোগ, হামেদ আকনের ছেলে নিপু আকনকে বিয়ে ঘর ছেড়েছেন জিরাতের শ্যালিকা মনিরা। এতে ক্ষুব্ধ হয়ে হামেদ আকনকে মারধর করেন জিরাত। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিয়েছে ভুক্তভোগীরা। আর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান।

/এডব্লিউ

Exit mobile version