Site icon Jamuna Television

ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে নিহত ৪৪, নিখোঁজ ৫৬

ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলে মুষলধারে বৃষ্টিতে অন্তত ৪৪ জন মারা গেছে এবং কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। ব্রাজিলের সরকার রোববার (২৯ মে) জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে। খবর বার্তা-সংস্থা এএফপি্র।

ব্রাজিলের আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী ড্যানিয়েল ফেরেরা উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনাম্বুকো রাজ্যের রাজধানী রেসিফে এক সংবাদ সম্মেলনে বলেন, এ বিপর্যয়ে অন্তত ৪৪ জন নিহত, ৫৬ জন নিখোঁজ, ২৫ জন আহত ও ৩৯৫৭ জন আশ্রয়হীন অবস্থায় রয়েছে।

চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৃষ্টি হওয়া মারাত্মক ভূমিধ্বস এবং বন্যার সাম্প্রতিক ঘটনার মধ্যে এ বিপর্যয়টি সর্বশেষ ঘটনা। এর আগে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হলেও সকালের দিকে ঝড় কমে গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটির কর্তৃপক্ষ আরও জানায়, আবহাওয়া বিপর্যস্ত হওয়ার সাথে সাথে প্রায় ১২০০ কর্মী অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করেছে। যদিও এখন বৃষ্টি থেমে গেছে তবুও আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

এটিএম/

Exit mobile version