Site icon Jamuna Television

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কোণাবাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ মে) রাতে নগরীর বাইমাইল মেঘের ছায়া রিসোর্টের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক, কাটার, লোহার পাইপ, ছুরি, চাপাতি এবং রশি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, আনোয়ার হোসেন (৩৫), মো. সাদেকুল ইসলাম (৪৫), মো. সবুজ শেখ (২৮), মো. সুলতান (২৮), মো. আপন (২৫) ও মো. রাকিবুল ইসলাম ইমন (১৮)।

কোণাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version