Site icon Jamuna Television

সেনাবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২২’র কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনী নির্বাচনী পর্ষদের সভা উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেনাবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২২ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনা সদস্যদের পদোন্নতি দেয়ার ক্ষেত্রে পেশাগত দক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, বিশ্বস্ততা, আনুগত্য ও সততার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সোমবার (৩০ মে) সকালে সেনাসদর মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী নির্বাচনী পর্ষদের সভা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে, সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেনা কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে (পাঁচ দিনের) নির্বাচনী পর্ষদের কার্যক্রম শুরু হয়। এ পর্ষদের মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।

/এম ই

Exit mobile version