Site icon Jamuna Television

পুতিনের অসুস্থতা নিয়ে যা জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: রয়টার্স।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতার সংবাদকে গুজব বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএফ-১ এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সের্গেই ল্যাভরভ বলেন, আপনারা প্রেসিডেন্ট পুতিনকে টেলিভিশনে দেখতে পাচ্ছেন। তার ভাষণ শুনতে বা পড়তে পারছেন। আমি মনে করি না, কেউ তার মধ্যে অসুস্থতার লক্ষণ দেখছেন।

৭০ বছরে বয়সী পুতিন অসুস্থতায় ভুগছেন বলে অসমর্থিত সূত্রে গণমাধ্যমে নিয়মিত খবর হচ্ছে। বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ক্যান্সারে আক্রান্ত।

/এমএন

Exit mobile version