Site icon Jamuna Television

বিশ্বকাপ ট্রফি নিয়ে বাংলাদেশে আসছেন ফ্রান্সের তারকা ক্রিশ্চিয়ান কারেম্ব্যু

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ক্রিশ্চিয়ান কারেম্ব্যু। ৮ জুন বিশ্বকাপ ট্রফি নিয়ে আসবেন লাল-সবুজের দেশে। এছাড়াও চাটার্ড প্লেনে বিশ্বকাপ ট্রফির সাথে আসবেন ফিফার ৭ সদস্য।

কখনও ছোট কখনো আবার ঝাঁকড়া চুলে সবুজ গালিচায় দেখা মিলেছে বিশ্বকাপজয়ী ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্ব্যুকে। ডিফেন্সিভ মিডফিল্ডে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ১০ বছর।

তিনি ক্লাব পর্যায়ে খেলেছেন রিয়াল মাদ্রিদের মত বড় ক্লাবে। বিশ্বকাপ ছাড়াও ভাণ্ডারে আছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ও ফিফা কনফেডারেশন কাপের মতো অর্জন। সেই কারেম্ব্যুই আসছেন বাংলাদেশে। সাথে থাকছে বিশ্বকাপের সোনালি ট্রফি।

চাটার্ড প্লেনে করে ৮ জুন সকাল ১১টায় বাংলাদেশে পৌঁছাবে বিশ্বকাপ ট্রফি। সাথে থাকবে ফিফার ৭ সদস্যের প্যানেল। ট্রফিকে ঘিরে ছবি তোলাসহ থাকবে নানা আয়োজন। ৯ জুন বাংলাদেশ ত্যাগ করবে ট্রফিটি।

ইউএইচ/

Exit mobile version