Site icon Jamuna Television

সাবেক ছাত্রনেতাসহ একদল রাজনৈতিক কর্মীর এবি পার্টিতে যোগদান

আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক নেতা, সাংস্কৃতিক সংগঠকসহ একদল রাজনৈতিক কর্মী। এবি পার্টিতে তাদের যোগদান উপলক্ষ্যে সোমবার বিকেলে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

এবি পার্টি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটিতে যোগদান করাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, শাহাদাত উল্লাহ টুটুল ও আশরাফ মাহমুদ রুমেল। এরমধ্যে টুটুল ইসলামী ভাবাদর্শের একটি ছাত্র সংগঠনের রাজনীতিতে ইতোপূর্বে যুক্ত ছিলেন। তিনি সাংস্কৃতিক সংগঠকও। আর রুমেল জাতীয়তাবাদী মতাদর্শের ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন এবং তরুণ উদ্যোক্তা। তাদের নেতৃত্বে যোগ দেয় অর্ধশতাধিক কর্মী।

এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, তাজুল ইসলাম, সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক।

/এমএন

Exit mobile version