Site icon Jamuna Television

সিরাজগঞ্জে জলাশয় থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বিন্নাদাইরে জলাশয় থেকে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদ্দাম প্রামানিক (২৫) উল্লাপাড়ার উপজেলার পুর্ব দেলুয়ার লতিফ প্রামানিকের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার (৩০ মে) ভোরে বাড়ি থেকে পাবনার উদ্দেশে বের হন ব্যবসায়ী সাদ্দাম। এরপর বাড়ির লোকজন তার হদিস পাচ্ছিল না। স্থানীয়রা বিকেলের দিকে বগুড়া-নগরবাড়ি সড়কের শাহজাদপুর উপজেলার বিন্নাদাইর জলাশয়ে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।

লাশটি সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর চেষ্টা চলছে। এদিকে এ মৃত্যুর কারণটি রহস্যজনক বলে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

আরও পড়ুন: মাদারীপুরে ছাত্রলীগের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের অভিযোগ

জেডআই/

Exit mobile version