Site icon Jamuna Television

বাগেরহাটে নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলার দাউদখালী নদীতে দুই শিশু নিখোঁজের ২৪ ঘণ্টা পর আহাদ আলী (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সোমবার (৩০ মে) সন্ধ্যায় এই শিশুর মরদেহ উদ্ধার করে।

এর আগে রোববার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার ফয়লাহাট বাজার সংলগ্ন পার গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের সাথে দাউদ খালী নদীতে খেলার সময় পড়ে গিয়ে নিখোঁজ হয় আহাদ আলী ও জান্নাত নামের দুটি শিশু। অপর শিশু জান্নাত এখনও নিখোঁজ রয়েছে। জান্নাতকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়ায় আহাদ আলী পারগোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের মো. ওমর আলীর ছেলে। নিখোঁজ জান্নাত একই এলাকার মো. বিল্লালের মেয়ে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, শিশু দুটি নিখোঁজের পর থেকে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেছে। সন্ধ্যায় দাউদখালী নদীর শিকির এলাকা থেকে ভাসমান অবস্থায় শিশু আহাদের মরদেহ উদ্ধার করেছি। জান্নাতকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি জান্নাতকেও খুঁজে পাওয়া যাবে।

ইউএইচ/

Exit mobile version