Site icon Jamuna Television

নারীরাই বেশি বিদ্রুপ করেন: স্বস্তিকা

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় দাবি করেছেন, সাজসজ্জা থেকে আচরণ, সবখানেই ইদানীং নারী-পুরুষ নির্বিশেষে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। নারীরাই বেশি বিদ্রূপ করেন। খবর আনন্দবাজার পত্রিকার।

এ অভিনেত্রী বলেছেন, বয়স বাড়লে শরীর ভারী হবেই। কিংবা আমার শরীর ভারিক্কি! তাতে কী? আমার শরীর নিয়ে, স্ট্রেচমার্ক ও দাগছোপ নিয়ে আমার সমস্যা না থাকলে অন্যদের থাকবে কেন? তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নেতিবাচক মন্তব্য পড়েন বলে জানিয়েছেন স্বস্তিকা। নিজেকে ভালো রাখতে যা করার সেটাই করেন। অন্যদেরও পরামর্শ দেন, নিজের মতো চলতে চাইলে নিজেকে শক্তপোক্ত করতে হবে। প্রতিবাদ করতে জানতে হবে।

/এমএন

Exit mobile version