Site icon Jamuna Television

পুরুষ ক্রেতা টানতে ১৩ টাকায় গার্লফ্রেন্ড ভাড়া দিচ্ছে শপিং মল!

আধুনিক যুগে ক্রেতা টানতে কত কিছুই না করছেন ব্যবসায়ীরা! তাই বলে ক্রেতাদের আকৃষ্ট করতে ১৩ টাকায় গার্লফ্রেন্ড ভাড়া দিচ্ছে শপিং মল। এ-ও কী সম্ভব! স্বভাবতই পুরুষ ক্রেতাদের টানতে এমন অফার।

একসঙ্গে ঘোরা, খাওয়া-দাওয়া, আড্ডা, সেলফি তোলার সুযোগ পাওয়া যাবে ওই ১৩ টাকার মধ্যেই। এমন অফারই দিয়েছে দক্ষিণ চীনের হিউয়ান শহরের ভাইটালিটি সিটি নামে একটি শপিংমল।

দ্য সান এর এক প্রতিবেদন থেকে আরও জানা যায়, যারা গার্লফ্রেন্ড হিসেবে থাকবেন, তারা সবাই মডেল। সেখান থেকে যেকোনো একজনকে পছন্দ করে তার সঙ্গে ঘোরার সুযোগ থাকবে ২০ মিনিটের জন্য। আর এ ২০ মিনিটের জন্য চীনা মুদ্রায় ১ আরএমবি ভাড়া দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ টাকার চেয়ে কিছুটা বেশি। বিশেষ বার কোডের মাধ্যমে এ টাকা পে করতে হবে। আর ২০ মিনিট ঘোরা হয়ে গেলে ওই মডেলকে আগের জায়গায় এনে ছেড়ে দিতে হবে।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version