Site icon Jamuna Television

বায়ার্নের সাথে পথচলা শেষ হচ্ছে লেভানদোভস্কির

বায়ার্ন মিউনিখের সাথে পথচলা এখানেই শেষ হচ্ছে লেভানদোভস্কির। নিজেই জানিয়েছেন সে কথা।

আগেই বায়ার্ন ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন লেভান। তবে তাকে ছাড়তে রাজি ছিল না না ক্লাবটি। নতুন চুক্তি করতে গিয়ে ক্লাবটির বেশ কয়েকজনের আচরণে সন্তুষ্ট হতে পারেননি ৩৩ বছর বয়সী এই ফুটবলার। তাতেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ক্লাব ছাড়ার।

লেভানদোভস্কি আশা করছেন বায়ার্ন মিউনিখও তার দল ছাড়াতে বাধা হয়ে দাঁড়াবে না। ২০২৩ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এই মৌসুমেই দল ছাড়তে চান ৮ বছর ধরে বায়ার্নের হয়ে খেলা লেভানদোভস্কি। পোলিশ তারকার ভাষ্য, আমি এফসি বায়ার্নের সঙ্গে আমার চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছি না।

/এডব্লিউ

Exit mobile version