Site icon Jamuna Television

কুমিল্লায় মহানগর বিএনপির সদ্যঘোষিত আহ্বায়কের পদত্যাগ

ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তুলে সদ্যঘোষিত কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন আমিরুজ্জামান আমির।

সোমবার (৩০ মে) রাত সাড়ে ১১টায় ধর্মসাগর পাড়ে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। আমিরুজ্জামান আমির বলেন, বিগত সময়ে সরকারের সাথে আঁতাত করে যারা সুযোগ সুবিধা নিয়েছে ও সরকারি দলের এমপিদের ডিও লেটারে মামলা থেকে রেহাই পেয়েছেন, এমন ব্যক্তিকে কমিটিতে সদস্য সচিব করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

/এডব্লিউ

Exit mobile version