Site icon Jamuna Television

যশোরে কাউন্সিলর বাবুলকে কুপিয়ে জখম

যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

সোমবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাকে।

পুলিশের ধারণা, রোববার নাজিরশংকরপুর এলাকায় হত্যার শিকার সন্ত্রাসী আফজাল হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই এমন হামলা। স্থানীয়দের ভাষ্য, আফজাল হোসেনকে খুনের প্রধান অভিযুক্ত ‘ট্যারা সুজনের’ আশ্রয়দাতা হিসেবে কাউন্সিলর বাবুলকে সন্দেহ করছিল তার বন্ধুরা। তাই আফজালের বন্ধু সাকিবসহ কয়েকজন তাকে দাফন শেষে ফেরার পথে এ হামলা চালায়।

ইতোমধ্যে আফজাল হত্যা ও কাউন্সিলর বাবুলের ওপর হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলারক্ষী বাহিনী।

/এডব্লিউ

Exit mobile version