Site icon Jamuna Television

কাকরাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর কাকরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল শহিদুল ইসলাম নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) দিবাগত রাতে কাকরাইল মোড় থেকে কাকরাইল মসজিদের যাওয়ার রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত শহিদুল ইসলাম সবশেষ তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পুলিশ শাখা-১ এ দায়িত্বরত ছিলেন। ইতোপূর্বে তিনি গাজীপুর রিজিয়নে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।

/এডিব্লউ

Exit mobile version