Site icon Jamuna Television

টাকা নিয়ে কথা কাটাকাটি, বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

ছবি: সংগৃহীত।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন নামের এক যুবকের বিরুদ্ধে। নিহত যুবকের নাম রাব্বি। ঘাতক ইমনকে এরই মধ্যে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ মে) দিবাগত রাত ২টায় নগরীর চারখুটার মোড়ে এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশের ভাষ্যমতে, দুই বন্ধু রাব্বি ও ইমনের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বেশ কিছুদিন থেকে ঝামেলা চলছিল। সোমবার রাতে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমন ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে উপর্যুপরি কোপায়। হামলার সময় রাব্বিও নিজেকে বাঁচাতে ইমনকে আঘাত করে। এতে রাব্বি ঘটনাস্থলে মারা গেলেও ইমন গুরুতর আহত হয়। পরে পুলিশ ইমনকে আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসজেড/

Exit mobile version