Site icon Jamuna Television

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আম্মার হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ৮টায় পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আম্মার হোসেন পশ্চিম মালসাদহ গ্রামের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানায়, আম্মার হোসেনের দাদি মেনুয়ারা খাতুন বাড়ির পাশে একটি রাইস মিলে ধান ভাঙাতে যায়। রাইস মিলের বাইরে দাদিকে দেখতে পেয়ে শিশুটি রাস্তা পার হয়ে তার কাছে দৌঁড়ে যাওয়ার সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন গাড়িতে দুর্ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/

Exit mobile version