Site icon Jamuna Television

কুমিল্লা সিটি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর

কুমিল্লা সিটি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন বিএনপির বহিষ্কৃত দুই নেতা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার।

মঙ্গলবার (৩১ মে) সকালে টাউন হলের সামনে নির্বাচনি প্রচারণায় মনিরুল হক সাক্কু বলেন, অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না রিটার্নিং অফিস। ইসির নিজে থেকে মাঠের চিত্র যাচাই করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বারবার কেন অভিযোগ দিতে হবে?

একই অভিযোগ আরেক বহিষ্কৃত বিএনপি নেতা নিজাম উদ্দিনেরও। তিনি বলেন, দিনে দিনে সমান অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এছাড়া কুমিল্লায় বিএনপির সমর্থকরা তাকেই ভোট দেবে বলে দাবি তার।

নগরীর রাজগঞ্জ এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। অবশ্য নির্বাচনি পরিবেশ নিয়ে তার কোনো অভিযোগ নেই।

/এডব্লিউ

Exit mobile version