Site icon Jamuna Television

ছবিতে লুকিয়ে আছে ভালুক, খুঁজে বের করার চ্যালেঞ্জ নিন

ছবি: সংগৃহীত

মাঝেমাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় দৃষ্টিবিভ্রম বা ‘অপটিক্যাল ইলিউশনের’ ছবি। এই ধরনের ছবিগুলি সাধারণত আমাদের মনোযোগের ক্ষমতাকে পরীক্ষার মুখে ফেলে দেয়, তাই ক্ষণিকের মজার জন্য এই ধরনের ধাঁধার সমাধান করতে ভালোবাসেন অনেকেই। এবারও তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে।

ভাইরাল ছবিটিতে এক ব্যক্তির শিকার করার দৃশ্য দেখা যাচ্ছে। সাদা বরফ পরিবেষ্টিত অঞ্চলে, হাতে বন্দুক নিয়ে হাঁটুর ওপর ভর দিয়ে বসে রয়েছেন তিনি। কিন্তু শুধু মানুষ নয়, ছবিটিতে রয়েছে একটি ভালুকও। কোথায় রয়েছেন সেই ভালুক- সেটাই প্রশ্ন। ছবিটি কার আঁকা তা নিয়ে বিতর্ক থাকলেও অঙ্কনের পদ্ধতি দেখে ধারণা করা যায় যে এটি বেশ পুরনো একটা ছবি।

মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে রাখা আছে ভালুকের অবয়বটি। তাই পশুটি খুঁজে পেতে ছবিটি দেখতে হবে মনোযোগ দিয়ে। আর যারা হাজার খুঁজেও ভালুকের হদিস পাচ্ছেন না, তারা নিচের ছবিটি দেখে নিতে পারেন।

Exit mobile version