Site icon Jamuna Television

গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি

গণসংহতি আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের অফিসে সংলাপে বসেন বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের সাথে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

জানা গেছে, নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলন-সংগ্রামকে কীভাবে গতিশীল করা যায় সংলাপে সে বিষয় আলোচনা হবে। পাশাপাশি যার যার অবস্থানে থেকে কীভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখা যায় সে বিষয়েও আলোচনা হবে। বৈঠক শেষ গণমাধ্যমের সাথে কথা বলবেন দুই দলের নেতারা।

/এডব্লিউ

Exit mobile version