Site icon Jamuna Television

নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত।

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের কাঁচামাল দোকানি নিজাম শেখকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নিহত নিজাম শেখ ওই গ্রামের পেতা শেখের ছেলে এবং পেশায় বড়দিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। তার পাসহ শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে।

সোমবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গ্রামে আধিপত্য বিস্তারসহ আগে সংঘটিত হত্যাকাণ্ডের জের ধরে তেলকাড়া গ্রামে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জেরে প্রতিপক্ষের লোকজন নিজামকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। ঘটনার দিন রাতে নিজাম বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয়।

এসজেড/

Exit mobile version