Site icon Jamuna Television

অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয় ত্রিশ হাজার টাকা, তিন মাস পর উদ্ধার দেড় বছরের শিশু

আশুলিয়া থেকে তিন মাস আগে নিখোঁজ হওয়া দেড় বছরের শিশু আঁখি আক্তারকে উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাব জানিয়েছে, তারা গ্রেফতার করেছে শিশু অপহরণের সাথে জড়িত দুজনকেও।

মঙ্গলবার (৩১ মে) সকালে রাজধানীর কাওরানবাজারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ৩১ মার্চ আঁখি আক্তার ভাইয়ের সাথে খেলার সময় নিখোঁজ হয়। পরে শিশুর স্বজনরা আশুলিয়া থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে। আঁখিকে ফেরত দেয়ার কথা বলে অপহরণকারী রাশেদুল দাবি করে ত্রিশ হাজার টাকা। তাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০ হাজার টাকা দেয়াও হয়।

পরে অভিযোগ পেয়ে এ ঘটনায় ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। সোমবার রাতে রংপুর শহরে অভিযান চালিয়ে অপহরণকারী রাশেদুলকে গ্রেফতার করে তারা। তার দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর এলাকার রতনপুরের একটি বাসা থেকে শিশু আঁখিকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় রোকসানা নামে আরও একজনকে।

/এডব্লিউ

Exit mobile version