Site icon Jamuna Television

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে হারিকেন ‘আগাথা’র তাণ্ডব

ছবি: সংগৃহীত

হারিকেন ‘আগাথা’র তাণ্ডবে বিপর্যস্ত মেক্সিকোর দক্ষিণাঞ্চল। প্রবল বন্যায় ভেসে যাচ্ছে দেশটির দক্ষিণাঞ্চল। খবর বার্তা সংস্থা এপির।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার ভূখণ্ডে আছড়ে পড়ে ক্যাটাগরি-টু লেভেলের হারিকেনটি। সেসময় ঘণ্টায় ১৬৫ কিলোমিটার ছিল বাতাসের গতিবেগ। গেল দু’দিনে ওই অঞ্চলটিতে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাতে স্থানীয় নদীগুলোর পানি উপচে সৃষ্টি হয়েছে প্রবল বন্যার। ডুবে গেছে ঘরবাড়ি ও যানবাহন।

এদিকে, সোমবার গভীর রাতে শক্তিক্ষয় হয়ে মৌসুমী ঝড়ে রূপান্তরিত হয়েছে- আগাথা। তবে বিপর্যস্ত এলাকাগুলোর সংস্কারে দীর্ঘদিন সময় লাগবে।
আরও পড়ুন: চাদে স্বর্ণখনিতে ভয়াবহ সংঘর্ষ, নিহত কমপক্ষে ১০০
ইউএইচ/

Exit mobile version