
ছবি: প্রতীকী
স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মেঘনা নদীতে ডুবে আবির ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) বিকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্থশালা ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আবির ইসলাম সেরাজ নগর এম.এ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও খাকচক গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, স্কুলে টিফিনের বিরতির সময় আবির ইসলাম তার কয়েকজন বন্ধুর সাথে পান্থশালা ফেরিঘাটে ঘুরতে যায়। এ সময় তার বন্ধুরা গোসল করতে মেঘনা নদীতে নামে। সাঁতার না জানার কারণে আবির নদীতে না নেমে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামে। এ সময় ঘাট থেকে পা পিছলে নদীতে পড়ে স্রোতে ভেসে তলিয়ে যায় আবির।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বিকাল থেকে নিখোঁজ আবিরের সন্ধান শুরু করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত তার খোঁজ মেলেনি বলে জানিয়েছেন রায়পুরা থানার উপ-পরিদর্শক মো. আলমগীর সরকার।
ইউএইচ/



Leave a reply